আবহমান কাল থেকে কৃষকের হালচাষের অবিচ্ছেদ্য অংশ হলো গরু। তবে দেখলে বোঝার উপায় নেই এই প্রাণীটিও হতে পারে মানুষের বিনোদনের একটি অংশ।
দৌড়ের প্রতিযোগিতা শুরুর আগেও দেখা যায় তার শান্ত স্বভাব। কিন্তু জোয়াল কাঁধে দেয়ার পর মুহূর্তে পাল্টে যায় তার চরিত্র। একে অপরকে পেছনে ফেলতে ছুটতে থাকে বিদ্যুৎ গতিতে।