মোবাইল ফোনের ব্যাটারি অনেক সময় বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে স্মার্ট ফোনের ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যাওয়ায় তা প্রায়ই অকার্যকর হয়ে যায়। এবার এই বিড়ম্বনার ইতি ঘটাতে আসছে কাপড়ের ঘর্ষণে ফোন চার্জ দেওয়ার প্রযুক্তি। বিদায় জানানো যাবে ব্যাটারিকে।
চাপ ও ঘর্ষণের সাহায্যে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি পাইজোইলেকট্রিকের নতুন যন্ত্রের মাধ্যমে এটি করা সম্ভব। এর সাহায্যে পকেটেই মোবাইল ফোন চার্জ হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বাথের পদার্থবিদ কামাল আসাদি। তিনি বলেন, প্রক্রিয়াটি জটিল হলেও আশাব্যাঞ্জক।