মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণে সংবিধানের ২৫তম সংশোধনীর প্রয়োগ ঘটানোর বিষয়টিকে একেবারে উড়িয়ে দেননি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে আগামী ২০ জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের আগে ট্রাম্প যদি আরও অস্থিতিশীল হয়ে ওঠেন, তবে সেই পরিস্থিতি মোকাবিলার জন্য তিনি এই বিকল্পটি হাতে রেখে দিতে চান বলে পেন্সের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।