ঢাকা হবে দৃষ্টিনন্দন, বিদেশ ভ্রমণে যেতে হবে না: মন্ত্রী
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২১, ২০:৩০
ঢাকার খালগুলোকে হাতিরঝিলের আদলে তৈরি করা হবে। তখন ঢাকা শহর একটি দৃষ্টিনন্দন শহরে পরিণত হবে। এ ছাড়া পুরান ঢাকাকে পুনর্নির্মাণের মাধ্যমে এমনভাবে সাজানো হবে, যা সত্যিকার অর্থে দেখার মতো একটা শহর হবে। এটি করা হলে দেশের মানুষকে আর বিদেশে ভ্রমণ করতে হবে না। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম এসব কথা বলেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও ‘সবার ঢাকা’ অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তাজুল ইসলাম। আজ রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।