‘বিজেপিকে একটিও ভোট নয়’— এই স্লোগান তুলে পশ্চিমবঙ্গে একটা জোট গড়লেন কিছু বামপন্থি, অতি বামপন্থি এবং মানবাধিকার কর্মীরা৷ বিধানসভা ভোট পর্যন্ত তারা বিজেপির বিরুদ্ধে প্রচার চালাবেন৷
সরকারের পক্ষে, বিপক্ষে বুদ্ধিজীবী, চিন্তাবিদদের জোট পশ্চিমবঙ্গে নতুন কিছু নয়৷ এর আগে সবথেকে বড় নজির আছে সিঙ্গুর, নন্দীগ্রামে সরকারি দমনপীড়নের পর বাংলার বিদ্বৎজনেদের মিছিল, প্রচার পশ্চিমবঙ্গে প্রশাসনিক পালা বদলের সমর্থনে৷ পরিবর্তনের সেই মিছিলে যারা হেঁটেছিলেন, পরবর্তীতে তৃণমূল সরকারের কাজে তাদের অনেকেরই মোহভঙ্গ ঘটেছে৷ সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে সদ্য গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জোট কিছুটা অভিনবই৷ কারণ, ওদের প্রাথমিক এবং মৌলিক স্লোগান— ফ্যাসিস্ট বিজেপি–কে একটিও ভোট নয়৷