বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের মাদরাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ২০:০৫
শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দমুখর পরিবেশে বাংলাদেশের প্রথম তৃতীয় লিঙ্গের মাদারাসায় নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে। গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) রাজধানী ঢাকায় অবস্থিত দাওয়াতুল কোরআন মাদরাসায় নতুন শিক্ষাবর্ষের পাঠদান আনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত নভেম্বর স্থানীয়দের সহযোগিতায় মাদরাসাটির কার্যক্রম শুরু করে। মাদারাসার একজন শিক্ষার্থী বলেন, ‘হিজড়া মুসলিমদের জন্য দেশের প্রথম উদ্যোগ বাংলাদেশের সংখ্যালঘু জনগোষ্ঠীর মনে অনেকে আশা ও আকাঙ্ক্ষা তৈরি করেছে। এখন আমরা বিশ্বাস করি যে মানুষ হিসেবে সমাজের মূলধারার সঙ্গে আমাদেরও বসবাসের অধিকার আছে।’