ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের নৌ ইউনিটের তৃতীয় মহড়া শেষ হয়েছে। পারস্য উপসাগরে ১০ মার্কিন মেরিন সেনা আটকের বার্ষিকী উপলক্ষে এ মহড়া চালানো হয়েছে।
২০১৬ সালের ১২ জানুয়ারিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি পানি সীমা লঙ্ঘনের দায়ে দু'টি মার্কিন নৌযান আটক করে। দু'টি নৌযানে ছিল ১০ মার্কিন মেরিন সেনা। তারা পারস্য উপসাগরীয় ফার্সি দ্বীপের তিন মাইলের মধ্যে ঢুকে পড়েছিল।