ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস দায়িত্বে থাকার যোগ্য নন বলে দাবি করেছেন সাবেক ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ শনিবার দুপুরে রাজধানীর কদম ফোয়ারার সামনে আয়োজিত এক মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের কোটি কোটি টাকা নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন তাপস। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা তিনি লাভ করেছেন এবং করছেন। এদিকে অর্থের অভাবে করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে।