যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সবচেয়ে বড় শত্রু : কিম জং উন
প্রকাশিত: ০৯ জানুয়ারি ২০২১, ১১:২৫
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের সবচেয়ে বড় শত্রু এবং যুক্তরাষ্ট্রে যে-ই ক্ষমতায় আসুক না কেন, পিয়ংইয়ং-এর প্রতি ওয়াশিংটনের নীতির কোনো পরিবর্তন হবে—এমনটা তিনি প্রত্যাশা করেন না। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে আজ শনিবার এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, কিম উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রাগার ও সামরিক শক্তি বাড়ানোর ব্যাপারেও জানিয়েছেন। তিনি জানান, এরই মধ্যে নিউক্লিয়ার সাবমেরিনের পরিকল্পনা অনেকটাই সম্পন্ন হয়েছে।
বিশ্লেষকেরা বলছেন, কিম জং উন এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রের নতুন সরকারের ওপর চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন।