আকাশ রাঙাতে প্রথমবারের মতো সাকরাইন উৎসব করবে ডিএসসিসি
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ১৮:৪১
প্রথমবারের মতো সাকরাইন তথা ঘুড়ি উৎসব আয়োজন করতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কর্পোরেশনের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আগামী ১৪ জানুয়ারি এই উৎসব আয়োজন করছে।
'এসো ওড়াই ঘুড়ি, ঐতিহ্য লালন করি' স্লোগানে প্রথমবারের মতো আয়োজিত এই উৎসব একযোগে দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে আয়োজন করা হবে। দুপুর দুইটা থেকে শুরু হয়ে উৎসব চলবে রাত আটটা পর্যন্ত। আয়োজন সফল করতে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।