পৌষের শেষে এসে গরমে ঘামছে মানুষ। যে সময় সাধারণত শীতের প্রকোপে কেঁপে ওঠার কথা দেশ সে সময়ে গরমের কাপড় গায়ে রাখাই কঠিন হয়ে পড়েছে। কেন এই অবস্থা জানতে চাইলে আবহাওয়াবিদরা বলছেন, শীতের সময় সাধারণত উত্তর পশ্চিমের হাওয়া হয়ে যায়। এতে বেড়ে যায় শীতের প্রকোপ।