রাজধানীর কলাবাগানে ডলফিন রোডে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিন ওরফে শাহনূরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার সকালে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিতোষ চন্দ্র মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় একটি মামলা হয়েছে। আনুশকার বাবা মো. আলামিন বাদী হয়ে মামলাটি করেছেন।