সীমান্তে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের
প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ০৯:৩২
ভারতের সঙ্গে সীমান্তে কয়েক মাস ধরে উত্তেজনার মধ্যেই সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দেশীয় তৈরি ফাতাহ-১ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করা হয়। দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইয়েনি শাফাক।
পাকিস্তানের আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ফাতাহ-১ বহূমুখী রকেট সিস্টেমটি ১৪০ কিলোমিটার দূরে আঘাত হানতে পারে। এতে আরও বলা হয়, এই ক্ষেপণাস্ত্র পদ্ধতিটি পাকিস্তান সেনাবাহিনীকে হস্তান্তর করা হবে। শত্রুর ভূখণ্ডে নির্ভুলভাবে এটি আঘাত হানতে সক্ষম।