You have reached your daily news limit

Please log in to continue


Farmers protest: কৃষকদের সঙ্গে আজ অষ্টম দফায় বৈঠক কেন্দ্রের, দু'পক্ষই অবস্থানে অনড়

নিজ নিজ অবস্থানে অনড় থেকে আজ, শুক্রবার ফের আলোচনার টেবিলে কেন্দ্র ও কৃষক প্রতিনিধিরা। আন্দোলনরত কৃষকরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাঁদের দাবি মেনে কেন্দ্রকে নয়া তিনটি কৃষি আইন বাতিল করতে হবে। কেন্দ্র অবশ্য আরও একবার স্পষ্ট করে দিয়েছে, আইন বাতিলের প্রশ্নই ওঠে না। কৃষকদের অন্য যে কোনও প্রস্তাব বিবেচনা করতে রাজি। দু'পক্ষের এই অনড় অবস্থানে আজ অষ্টম দফার বৈঠকে সমাধান সূত্র আদৌ বেরোয় কি না, তা নিয়ে সংশয় থাকছেই। কৃষক নেতারাও তা জানেন। তার পরেও সদর্থক মনোভাব নিয়ে তাঁরা ফের একবার বৈঠকে যোগ দিতে সম্মত হয়েছেন। এই বৈঠকের আগে কেন্দ্রের উপর আইন বাতিল নিয়ে চাপ বাড়াতে বৃহস্পতিবার দিল্লির রাস্তায় ট্র্যাক্টর র‌্যালিও করেছেন কৃষকরা। কেন্দ্রের উদ্দেশে আন্দোলনরত কৃষকদের হুঁশিয়ারি, বৃহস্পতিবারের র‌্যালি ছিল মহড়া মাত্র।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন