শীত গেলেই অভাব ফিরে আসে তাঁতিদের ঘরে

ইত্তেফাক প্রকাশিত: ০৮ জানুয়ারি ২০২১, ০৭:৩৬

ঠাকুরগাঁও সদর উপজেলার কেশুরবাড়ি এলাকার তাঁতপল্লি একসময় ৫০০ তাঁতের খট খট শব্দে মুখরিত থাকলেও এখন তা বন্ধের পথে। পৈতৃক পেশা ছাড়তে না পাড়ায় ধারদেনা করে কোনোভাবে টিকে রয়েছে তাঁতিরা। গত বছর এ সময়ে কম্বল কিনতে পাইকাররা তাঁতপল্লিতে ভিড় করলেও এ বছর পাইকারদের আনাগোনা নেই বললেই চলে।

তাঁতপল্লির কারিগর সচিন জানান, ‘শীতের দিন কম্বল বিক্রি হামার (আমাদের) সংসার ভালোই চলে। কিন্তু শীত যখন চলে যায় তখন কীভাবে চলিমো (চলবো) চলার মতো বুদ্ধি আর থাকে না। তখন কাহ (কেউ) ঢাকাই গিয়া (গিয়ে) রিকশা চালাই।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us