আমেরিকায় করোনা প্রতিষেধক দেওয়া শুরু হওয়ার পরেই একের পর পার্শ্বপ্রতিক্রিয়ারও খবরও আসছে। আমেরিকার সাধারণ মানুষকে মডার্না ও ফাইজারের করোনা টিকা দেওয়ার প্রকল্প চলছে। তার মধ্যেই আমেরিকার রোগ নিয়ন্ত্রক সংস্থা সিডিসি নজর রাখছে পার্শ্বপ্রতিক্রিয়ার উপর। যাঁদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিচ্ছে, তাঁদের টিকার দ্বিতীয় ডোজ নিতে নিষেধও করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে।
আমেরিকার সংবাদ মাধ্যমের খবর অনুসারে, সিডিসি এখনও ২৮ জন ‘অ্যানাফেলেক্সিস’ অ্যলার্জিতে আক্রান্তের সন্ধান পেয়েছে, যাঁদের ফাইজারের টিকা নেওয়ার পর শরীরে এই প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মডার্নার টিকা নেওয়ার পরেও একজনের শরীরে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।