চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার রহমতগঞ্জের ‘বাংলা কলেজ’ এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ভবন ভাঙার বিষয়ে স্থিতাবস্থা জারি করেছেন হাইকোর্ট। ফলে ২০০ বছরের পুরানো সেই ভবন ভাঙতে পারবে না বলে জাগোনিউজকে জানিয়েছেন আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী। এর আগে ‘বাংলা কলেজ’
এলাকায় ব্রিটিশবিরোধী আন্দোলনের স্মৃতি বিজড়িত ভবন রক্ষায় করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বুধবার (৬ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ আদেশ দেন। হাইকোর্টে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আলম চৌধুরী এ রিট দায়ের করেন।