চীনের ক্ষমতাসীন দল চাইনিজ কমিউনিস্ট পার্টির (সিসিপি) আসল চেহারা উন্মোচিত হয়েছে। মার্কিন গণমাধ্যম দ্য এপোচ টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি বলেন, আপনারা যদি ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ায় দিকে লক্ষ্য করেন,
তাহলে দেখতে পাবেন সিসিপি সম্পর্কে তারা আগে থেকেই অবহিত। চীনের ক্ষমতাসীন রাজনৈতিক দলটি ভালো কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছে না। তিনি আরো বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এতদিন জঙ্গিবাদ দমনে মনোযোগ দিয়ে রেখেছিল। যার কারণে সিসিপির কার্যক্রমের ওপর নজর দিতে পারেনি।