প্রধান শিক্ষকের রমরমা সুদের ব্যবসা, হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ২০:০২
নেত্রকোনার মদনে এক প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে সুদের রমরমা ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সুদের টাকা পরিশোধ হলেও টাকার চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসছেন বলেও অভিযোগ উঠেছে।
সুদের টাকা পরিশোধ হলেও চেক হস্তান্তর না করেই টাকা উত্তোলন করে আসায় বীর মুক্তিযোদ্ধা আরজু মিয়ার স্ত্রী আনন্দ আক্তার ইউএনও ও ভারপ্রাপ্ত কমান্ডারের কাছে লিখিত অভিযোগ করেন।