শীতের বিকেলে চায়ের সঙ্গে কিছু না কিছু নাস্তা খেতেই হয়। আর তা যদি হয় ভাজাভুজি তাহলে তো কথাই নেই। চিকেন দিয়ে তো পাকোড়া খাওয়া হয়েছে। এবার একটু অন্যকিছু বানিয়ে খান। চিকেন ললিপপ রেস্তোরাঁয় গিয়ে অনেকবারই খেয়েছেন। বাড়িতে বানিয়ে খেয়েছেন কি?
অনেকে ঝামেলা মনে করে বাড়িতে তৈরি করতে চান না। তবে খুব সহজেই কিন্তু বাড়িতে চিকেন ললিপপ বানিয়ে খেতে পারবেন। ছোটরা যেমন পছন্দ করবে তেমনি বড়রাও মজা করে খাবে এটি।