চাঙ্গা পুঁজিবাজার, এক ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে ৯৫০ কোটি
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ১১:৩৫
সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে নতুন বছরের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে। এক ঘণ্টায় ডিএসইর লেনদেন ছাড়িয়েছে সাড়ে ৯০০ কোটি টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (০৫ জানুয়ারি) লেনদেন শুরুর এক ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১০৬ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭৫৮ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরীয়াহ্ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩৫ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩০৯ ও ২১২৭ পয়েন্টে রয়েছে।