শীতকালে গা হিম করা ঠান্ডা নামবে, গায়ে উঠবে শীতের কাপড় শাল-চাদর। উঠানে-রাস্তায় শীতার্ত মানুষ আগুন জেলে ওম নেমে। এটাই ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত দেশের জনজীবনের সাধারণ চিত্র। হিমালয়ের পাদদেশের এলাকা উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের এ চিত্র মোটামুটি তীব্রভাবে দেখা যাচ্ছে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে।
তবে ঢাকা-চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে এবার হাড়কাঁপানো শীত যেন প্রবেশই করতে পারছে না। বিশেষ করে দিনের বেলায় তো শীতের অনুভূতি বেশ কম। ঢাকার তাপমাত্রা এখনো ১২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামেনি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, ঢাকায় শীত কম অনুভূত হওয়ার কারণ আবহাওয়া বা জলবায়ুর পরিবর্তনের মধ্যে লুকিয়ে নেই। এর মূল কারণ অপরিকল্পিত নগরায়ণ ও সবুজ ভূমি এবং জলাশয় কমে যাওয়া। এসব কারণে শীতকালেও অস্বাভাবিক উষ্ণ থাকছে রাজধানী।