চুক্তি ভঙ্গ করে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করল ইরান
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ০৭:১৩
২০১৫ সালের পারমাণবিক চুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য লঙ্ঘন ঘটিয়ে ইউরেনিয়ামকে ২০ শতাংশ সমৃদ্ধ করে তুলতে শুরু করেছে ইরান। সোমবার ভূগর্ভস্থ ফোর্ডো প্লান্টে প্রক্রিয়া শুরু হয়েছে বলে বৈশ্বিক পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা নিশ্চিত করেছে।
সমৃদ্ধ ইউরেনিয়াম চুল্লিতে জ্বালানী হিসাবে ব্যবহৃত হয়। কিন্তু একই সাথে পারমাণবিক বোমা ব্যবহার করতেও ব্যবহৃত হতে পারে। অস্ত্র-গ্রেড ইউরেনিয়ামে ৯০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধতা থাকে। তবে ইরান বলেছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ।