ব্রিগেডেই মহা-মঞ্চ চান সীতা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২১, ০৫:৩১

বিধানসভা ভোটের আগে ব্রিগেড ময়দানে মহাসমাবেশের মঞ্চ দেখাতে চাইছে সিপিএম। এ বার জোট-সঙ্গী কংগ্রেসকে নিয়ে যৌথ ভাবে ব্রিগেড সমাবেশ আয়োজন করতে চায় তারা। সেই সঙ্গেই দেশে অন্যান্য রাজ্য থেকেও অ-বিজেপি নেতাদের ওই মঞ্চে হাজির করা যায় কি না, সেই চেষ্টায় নামছেন সীতারাম ইয়েচুরিরা।

বিজেপি এবং তৃণমূলের মধ্যে মেরুকরণের আবহের বাইরে তারাও যে লড়াইয়ের ময়দানে জোরালো ভাবে আছে, এই বার্তা স্পষ্ট করতে ব্রিগেডই হতে পারে উপযুক্ত মঞ্চ— আলিমুদ্দিন স্ট্রিটের এই ভাবনায় সোমবার সিলমোহর পড়েছে রাজ্য কমিটিতে। বৈঠকের শেষ দিনে জবাবি ভাষণে দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ইঙ্গিত দিয়েছেন, যৌথ আন্দোলনের কর্মসূচির ধারা বজায় রেখেই তাঁরা ব্রিগেডে সমাবেশ করতে চান। কংগ্রেসের সঙ্গে কথা না বলে সমাবেশের কোনও তারিখ রাজ্য কমিটিতে জানানো হয়নি। তবে সিপিএমের অন্দরের খবর, গরম পড়ে যাওয়ার আগে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার ব্রিগেডে সভা করার পক্ষপাতী তারা। কংগ্রেসের রাহুল গাঁধী যাতে ওই সমাবেশে থাকেন, তার জন্য চেষ্টা করবেন ইয়েচুরি। অন্য রাজ্যে কংগ্রেস বা বামেদের সঙ্গে যে সব দলের বোঝাপড়া রয়েছে, তাদের নেতা এম কে স্টালিন, তেজস্বী যাদব বা শরদ পওয়ারদের পাশে পাওয়ারও চেষ্টা করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us