ইরফান সেলিমের বিরুদ্ধে দুই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে পুলিশ
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২১, ১২:৫৩
ঢাকা-৭ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র ও উপকমিশনার (মিডিয়া-জনসংযোগ) ওয়ালিদ হোসেন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইরফান সেলিমের বিরুদ্ধে দায়ের হওয়া যে দুই মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দিচ্ছে, তার একটি অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলা। অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা। রাজধানীর চকবাজার থানায় দায়ের হওয়া দুটি মামলারই বাদী র্যাব।
মামলার এজাহারে র্যাবের ডিএডি মো. কাইয়ূম উল্লেখ করেন, চকবাজারের দেবীদাস ঘাট লেনের ২৬ নম্বরে রয়েছে ‘চান সর্দার দাদাবাড়ি’ ভবন। এই ভবনে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ কয়েকজন ব্যক্তি অবস্থান করছেন—এই খবরের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নিতে ২০২০ সালের ২৬ অক্টোবর র্যাবের ৮ থেকে ১০ জন সদস্য ঘটনাস্থলে যান। সেখানে অভিযান চালিয়ে র্যাব অস্ত্র–মাদকসহ গ্রেপ্তার করেন এলাকার ওয়ার্ড কাউন্সিলর ইরফান মো. সেলিম ও জাহিদুল মোল্লাকে।