পশ্চিম নাইজারের জিহাদি-অধ্যুষিত টিলাবেরি এলাকার গ্রাম তিচোমা বাঙ্গাউ এবং জারৌমাডারআই। সেখানেই শখানেক মোটরবাইক নিয়ে হামলা চালাল আক্রমণকারীরা। স্থানীয় মেয়র আলমউ হাসানে জানিয়েছেন, আক্রমণকারীরা দুই ভাগে ভাগ হয়ে গিয়ে দুইটি গ্রামে হামলা করে।
দুই গ্রাম ঘুরে এসে স্থানীয় মেয়র সংবাদসংস্থা এএফপি-কে জানিয়েছেন, তিচোমা বাঙ্গাউ গ্রামে ৭০ জন মারা গেছেন। অন্য গ্রামে মারা গেছেন ৩০ জনের বেশি। গুরুতর আহত ৭৫ জন।
ওই দুই গ্রামের যুবকরা আত্মরক্ষার জন্য নিজেরাই দল গঠন করেছিল এবং সম্প্রতি দুই জন বিদ্রোহীকে তারা পিটিয়ে মারে। তারই বদলা নিতে এই আক্রমণ বলে মনে করা হচ্ছে।
যে জায়গায় এই ঘটনা ঘটেছে, তা নাইজারের সঙ্গে মালি ও বুরকিনো ফাসোর সীমান্তের কাছে। এখনে আল কায়দা ও আইএসের সহযোগী বেশ কয়েকটা গোষ্ঠী সক্রিয়। নাইজারে সম্প্রতি সহিংস ঘটনা প্রচুর বেড়েছে। কয়েকশ মানুষ প্রাণ হারিয়েছেন।