পানাম নগরের ১৩ নম্বর ভবনটিতে ভাঙচুর চলছে। দ্বিতীয় তলার প্লাস্টার ছেনি–হাতুড়ি দিয়ে তুলে ফেলা হচ্ছে। সোনালি অতীতের এমন নিদর্শনের বুকে হাতুড়ি–ছেনি চালানোর শব্দ যে কারোরই বুকে আঘাত দিতে পারে। সে জন্য আগেই জানিয়ে রাখা দরকার,
প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁয়ের পানাম নগরকে আদিরূপে ফেরাতে উদ্যোগ নিয়েছে সরকার। সে কাজই এখন চলছে জোরেশোরে।১৭ শতকের প্রথম দশকে সুবা বাংলার রাজধানী ঢাকায় স্থাপিত হওয়ার পর সোনারগাঁয়ের প্রশাসনিক গুরুত্ব কমতে থাকে।