ওএলইডি টিভির জগতে অন্যতম নাম এলজি। তারা এবার মিনি এলইডি টিভির রাজ্যে ঢুকছে। মিনি এলইডি টিভিতে মূলত ক্ষুদ্র এলইডি প্রযুক্তি থাকে, যা বর্তমান এলইডিগুলোর চেয়ে পাঁচ গুণ ছোট। এর অর্থ হচ্ছে, মিনি এলইডি টিভিতে আরও নির্দিষ্ট ব্যাকলাইটিং, উন্নত কনট্রাস্ট ও ব্রাইটনেস সুবিধা পাওয়া যাবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, মিনি এলইডি প্রযুক্তির এ টিভিকে এলজি কর্তৃপক্ষ নাম দিয়েছে ‘কিউএনইডি’ বা কিউনেড টিভি।
কারণ, এতে কোয়ান্টাম ডট কালার (কিউ), ন্যানোসেল প্রযুক্তি (এন) ও লাইট এমিটিং ডায়োড (এলইডি) থাকে। মানুষ যাতে এ টিভিকে কিউএলইডি ও ওএলইডির সঙ্গে গুলিয়ে না ফেলে, তাই নতুন প্রযুক্তিটিকে কিউনেড বলা হচ্ছে। এটি মূলত হাইঅ্যান্ড এলসিডি টিভি।