ভারতে গ্রামপ্রধান পাকিস্তানি নারী, প্রশাসনে তোলপাড়
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২১, ১১:০১
ভারতের উত্তরপ্রদেশের এটাহ জেলার গুয়াদাউ গ্রামের পঞ্চায়েত প্রধান একজন পাকিস্তানি নারী। এ নিয়ে স্থানীয় প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে। ইতিমধ্যে এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে উত্তর প্রদেশ প্রশাসন। ইতিমধ্যে পঞ্চায়েত প্রধানের পদ থেকে পাকিস্তানের ঐ নারীকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ৪০ বছর আগে ভারতে ভিসা নিয়ে ঘুরতে এসেছিলেন পাকিস্তানের করাচির বাসিন্দা বানো বেগম। কিন্তু গুয়াদাউ গ্রামে ঘুরতে এসে আখতার আলি নামে এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়ে যায়। এরপর থেকে ওই ভিসা নিয়ে এদেশেই থাকতে শুরু করেন। নাগরিকত্বের জন্য বহুবার আবেদনও করেছিলেন। এর মধ্যেই অবশ্য তৈরি করে ফেলেন ভারতের ভুয়া পরিচয়পত্র । এখানেই শেষ নয়, ২০১৫ সালে ভোটে দাঁড়িয়ে পঞ্চায়েত সদস্যও হন। তখনও তার পরিচয় সম্পর্কে কিছু জানা যায়নি।