প্রধানমন্ত্রী বলছেন, প্রস্তুতি শেষ ধাপে। আর প্রতিষেধকের ছাড়পত্র সংক্রান্ত কমিটির শীর্ষ কর্তার বক্তব্য, নতুন বছরে সম্ভবত হাতে ‘কিছু একটা’ থাকবে। ফলে বর্ষশেষের রাতে অনেকের মনে আশা— নতুন বছরের প্রথম দিনেই হয়তো ভারতে ছাড়পত্র পেতে চলেছে করোনার এক বা একাধিক প্রতিষেধক।
এ দেশে জরুরি ভিত্তিতে প্রতিষেধক ব্যবহারের ছাড়পত্র চেয়ে তিন সংস্থার আবেদন পর্যালোচনা করতে আগামিকাল বৈঠকে বসছে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটি। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। তবে তার আগেই আজ ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জি সোমানি একটি ওয়েবিনারে বলেন, ‘‘আমি এটুকু ইঙ্গিত দিতে পারি যে, আগামিকাল নতুন বছরের প্রথম দিনে আমাদের হাতে কিছু থাকবে।’’ এর বেশি আর ব্যাখ্যা করেননি সোমানি। কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের একটি বড় অংশের আশা, পয়লা জানুয়ারিতেই দেশবাসীকে সুখবর শোনাবে ডিসিজিআইয়ের অধীনস্থ বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ কমিটি। এ দেশে কোনও ওষুধ বা প্রতিষেধক ছাড়পত্র পাবে কি না, সে সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ওই কমিটিই। গত কাল ব্রিটেনে অক্সফোর্ডের টিকার ছাড়পত্র পাওয়াকে উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করে এমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়াও আশাবাদী যে, কয়েক দিনের দিনের মধ্যে প্রতিষেধক ছাড়পত্র পাবে ভারতে।