সরকারের মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম ‘তথ্যপ্রযুক্তি বিভাগ’
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ২০:৫১
বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ (আইসিটি) সবচেয়ে বেশি নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছে। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যপ্রযুক্তি বিভাগ এ তথ্য জানায়।
২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদনে ৫১টি মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বোচ্চ ৯৪ দশমিক ৯৭ নম্বর পেয়ে প্রথম হয় তথ্যপ্রযুক্তি বিভাগ। বার্ষিক কর্মসম্পাদন মূল্যায়নের ৭৬টি সূচকের মধ্যে ৬৫টিতে শতভাগ সফলতা অর্জন করেছে সরকারের এ বিভাগ।