গাজীপুরে অবৈধ ১১ ইটভাটা ভেঙে দিয়ে ৬৬ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। বৃস্পতিবার সদর উপজেলার পাইনশাইল ও ভাওয়াল মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।পরিবেশ অধিদপ্তরের গাজীপুরের উপপরিচালক আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর সদর উপজেলার পাইনশাইল ও ভাওয়াল মির্জাপুর এলাকায় আব্দুল আজিজুল হকের মালিকানাধীন মেসার্স কাঁচা রস ব্রিকস, জহিরুল হক পলাশের মেসার্স স্টার ব্রিকস, শরিফুল আলমের ডগরী ব্রিকস, আব্দুর রহমান সরকারের মের্সাস আদিব ব্রিকস, মো. বশির আহমেদের বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস, সোহান আহমেদ রিপনের মেসার্স হাজী ব্রিকস, নাসিম সিকদারের মেসার্স সোহাগ-বাপ্পি ব্রিকস এবং মো. রফিকুল ইসলামের এনআর ব্রিকস। এ ছাড়া ভাওয়াল মির্জাপুর এলাকায় আমীন উদ্দিনের সুইটি ব্রিকস, আয়নাল হকের আঁখি ব্রিকস এবং ফজলুল হক মুসুল্লির ‘ন্যাশনাল ব্রিকস’ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিল।