এ সময়ের ছোট পর্দার প্রিয় মুখ আফরান নিশো। টেলিভিশন, ইউটিউব—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় এই তারকা। এক ঘণ্টার নাটকেই তাঁকে দেখা যায়। তবে দীর্ঘদিন পর একটি ধারাবাহিক নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। পাশাপাশি বড় পর্দার জন্যও প্রস্তুত হচ্ছেন এই তারকা। চলতি বছরের প্রাপ্তি, আগামী বছরের প্রত্যাশা—এসব নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই অভিনেতা।