ব্রিটেনের সংসদে ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তি অনুমোদন
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২০, ০৭:১৪
যুক্তরাজ্যের সংসদীয় ভোটে ব্রেক্সিট পরবর্তী মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। চুক্তিটি পাস করানো জন্য হাউজ অব কমন্সে একটি বিল নিয়ে আসা হয়। বড়দিনের ছুটির পর সংসদ আবার বসলে বিলটির পক্ষে ৫২১ ভোট এবং বিপক্ষে ৭৩ ভোট পড়ে। এতে করে কোনো সমস্যা ছাড়াই ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিটি পাস হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভোরে এই খবর নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসি।
সংসদের সংখ্যাগরিষ্ঠ লেবার পার্টির এমপিরা (সংসদ সদস্য) আকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। তবে, এই সমর্থনের আগে দলটির নেতা স্যার কেইর স্টারমার এই চুক্তিকে মন্দের ভালো হিসেবে মন্তব্য করে বলেন, কোন চুক্তি না হওয়ার চেয়ে এমন চুক্তিও ভালো। তার দৃষ্টিতে এটা হালকা ও বেশ দুর্বল একটা চুক্তি।