বর্ষবরণের ভিড়ে ছড়াতে পারে নতুন করোনা স্ট্রেন? জরুরি নির্দেশিকা জারি কেন্দ্রের
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১৯:৫০
সামনেই বর্ষবরণ। আর দেশে ইতিমধ্যেই ২২ জনের শরীরে মিলেছে ব্রিটেনের নতুন করোনা স্ট্রেন। সবমিলিয়ে ১১৪ জন ব্রিটেন ফেরত করোনা পজিটিভের নমুনা বিভিন্ন প্রতিষ্ঠানের জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এক বাসিন্দার দেহেও মিলেছে নতুন স্ট্রেন। দিনকয়েকের মধ্যে আরও তথ্য সামনে আসার কথা। এই পরিস্থিতিতে বর্ষবরণের আনন্দে সংক্রমণ রুখতে রীতিমতো আসরে নামল কেন্দ্র ও রাজ্য সরকার। এবার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরি করে দিল স্বাস্থ্যমন্ত্রক। সমস্ত রাজ্যের স্বাস্থ্যসচিবকে সেই এসওপি পাঠানো হয়েছে।
সেই নির্দেশিকায় বলা হয়েছে, এক মাসে আগেও যাঁরা ব্রিটেন থেকে ফিরেছেন, তাঁদের সকলের উপর নজরদারি চালাতে হবে। এমনকী, তাঁদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এলেও পাঠাতে হবে আইসোলেশন সেন্টারে।' গতকালই কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, ভারত-ব্রিটেন বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো হতে পারে। তবে বিশেষজ্ঞরা বারবার বলছেন, নতুন স্ট্রেন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। করোনা-বিধি মানলেই সংক্রমণ থেকে রেহাই মিলতে পারে।