পঞ্চম দিনের খেলা বাকি ছিল মাত্র সাড়ে ৪ ওভার। সেই ২৯ বল কোনও ভাবে কাটিয়ে দিতে পারলেই পাকিস্তান ফিরিয়ে আনতে পারতো ১৯৮৮ সালের স্মৃতি। ক্যারিবিয়ান বোলারদের সামলে ১২৯ ওভার টিকে ছিল পাকিস্তান। বুধবার সেই ইতিহাস ফের সৃষ্টির মুখে থমকে গেল কিউই বোলারদের দাপটে।
ম্যাচ জেতার জন্য চতুর্থ ইনিংসে পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড লক্ষ্য রাখে ৩৭৩ রানের। এক প্রকার অসম্ভব ছিল। মঙ্গলবারের খেলা শেষ হয় পাকিস্তানের ৩ উইকেটে ৭১ রানে। বুধবার ম্যাচের শেষ দিন ব্যাট করতে নামার সময় নিউজিল্যান্ডের লক্ষ্য ছিল বাকি ৭ উইকেট। মহম্মদ রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান চেষ্টা করে যাচ্ছিল সারা দিন ক্রিজে টিকে থাকার। সেই লড়াইয়ে প্রায় সফল হয়েও গিয়েছিল তারা। কিন্তু দিনের ২৯ বল বাকি থাকতেই কিউই স্পিনার মিচেল স্যান্টনার নাসিম শাহের উইকেট তুলে নিয়ে শেষ করে দেন পাকিস্তানের আশা। ১০১ রানে ম্যাচ হারে তারা।