ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উন্নয়ন প্রকল্পের ৫ হাজার ৫০৬ সহকারী শিক্ষকের পদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। একই সঙ্গে সংশ্লিষ্ট সব জেলা শিক্ষা অফিসারকে আগামী ৫ জানুয়ারির মধ্যে নির্ধারিত ছকে তথ্য পাঠাতে বলা হয়েছে। বুধবার প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে গত ২৭ ডিসেম্বরের নির্দেশনামূলক আদেশটি প্রকাশিত হয়।
নির্দেশনায় বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদফতরের শেষ হওয়া আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) সাহায্যপুষ্ট শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় তৈরি এ পদগুলো সংরক্ষণের মেয়াদ বৃদ্ধির জন্য নির্ধারিত ছকে আবেদন করতে হবে। আগামী ৫ জানুয়ারির মধ্যে [email protected] ইমেইলে আবেদন পাঠানোর জন্য অনুরোধ করা হলো।