প্রতিমন্ত্রীর সারপ্রাইজ কল, কম্পিউটার ল্যাব পেল স্কুল ও মাদ্রাসা
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২০, ১৭:৩৬
‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’-এর ‘শেয়ার করেও জিতুন’ ফেসবুক লাইভ অনুষ্ঠানে এবার সারপ্রাইজ কল করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গতকাল মঙ্গলবার রাতে তাঁর লাইভ অনুষ্ঠানেই একটি স্কুল ও একটি মাদ্রাসা পেয়েছে একটি কম্পিউটার ল্যাব।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে বাবার মোবাইল ফোন দিয়ে অংশ নেয় তৃতীয় পর্বের ‘লাইভ লটারি’র বিজয়ী দিনাজপুরের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিমন। মঙ্গলবার রাতে তাকে অভিনন্দন জানানোর জন্য সরাসরি ফোন করেন জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী রিমনের কাছে জানতে চান, পুরস্কার হিসেবে কী পেলে সে খুশি হবে। রিমন নির্দিষ্ট কোনো পুরস্কার না চাইলে প্রতিমন্ত্রী তাকে একটি ল্যাপটপ দেওয়ার ঘোষণা দেন। রিমনের স্কুলশিক্ষক বাবার সঙ্গে কথা বলার সময় জুনাইদ আহমেদ পলক জানতে পারেন তার স্কুলে এখনো শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়নি।