করোনার কারণে অনিশ্চয়তার মুখে পড়া শিক্ষাজীবনকে নতুন বছরে স্বাভাবিক করতে একগুচ্ছ পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে আগামী ফেব্রুয়ারি থেকে প্রথমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরানো হচ্ছে। এই দুই পরীক্ষার সম্ভাব্য সময়ও ঠিক করা হয়েছে। উৎসব করে না হলেও ১ জানুয়ারি থেকে মধ্য জানুয়ারির মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া হবে। উচ্চশিক্ষার পথে পা বাড়ানো শিক্ষার্থীদের আটকে থাকা এইচএসসির মূল্যায়নের ফলও প্রকাশ করা হবে নতুন বছরে।
অবশ্য আগামী বছর করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এরপরও আটকে থাকা শিক্ষার বিভিন্ন স্তর নিয়ে গতকাল মঙ্গলবার একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানাল শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।