ফ্যাশনের সঙ্গে সঙ্গে পরিবর্তন হচ্ছে লাইফস্টাইলেও। ঘরের সাজেও আসছে অনেক পরিবর্তন। চলতি বছরে অনেক বড় পরিবর্তন এসেছে ঘরের ফার্নিচারের। ঘরের প্রতিটি কোণকে সাজাতে এর বিকল্প নেই। ফার্নিচারের কথা বললেই সবচেয়ে উপযোগী হিসেবে ধরা হয় কাঠের আসবাব। একটা সময় কাঠের আসবাবের বিকল্প যেন কিছুই চিন্তা করা যেত না।
কিন্তু সে বিষয়টি পুরোপুরি ঘুচিয়ে দিয়েছে চলতি বছরের ধারা। এ বছর সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে প্রসেস উড বা আর্টিফিশিয়াল কাঠ। অন্যদিকে পরিবর্তন এসেছে ফার্নিচারের ডিজাইন এবং নকশাতেও। একদম সাদামাটা ডিজাইনের মাধ্যমে আধুনিকভাবে ফুটিয়ে তুলতে ব্যস্ত ছিল ফার্নিচার ব্র্যান্ডগুলো।