সমাপনীর উত্তরপত্র মূল্যায়নে অনিয়ম, ১৯ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৮:০৩
হবিগঞ্জের বাহুবলে সমাপনী পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আর এর ফলে উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ জন সহকারী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভাগীয় মামলা।
এছাড়াও সকল পরীক্ষায় পরীক্ষক-নিরীক্ষক এবং প্রধান পরীক্ষকের দায়িত্ব থেকে বিরত রাখা হচ্ছে তাদেরকে। সোমবার বিভাগীয় মামলাটি দায়ের করেন হবিগঞ্জ জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সালেহ।