আফগানিস্তানে পৃথক হামলায় চারজন নিহত হয়েছেন। সোমবার দেশটির বিভিন্ন স্থানে এসব হামলা ঘটে।
দেশটির কর্মকর্তারা জানান, এর ফলে চলমান শান্তি আলোচনায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে তাদের আশঙ্কা। আগামী মাসে শান্তি আলোচনার আবার বসার কথা রয়েছে। এসব হামলার পেছনে কারা, তা এখনো জানা যায়নি। খবর দ্য ডনের।
আফগানিস্তানে সরকার ও তালেবানের মধ্যে চলমান শান্তি আলোচনার বিরোধিতা করছে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত স্থানীয় একটি সশস্ত্র গ্রুপ। তারা এটা বানচাল করার উদ্দেশে নিয়মিতই সরকারি সেনা ও বেসমারিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে থাকে। তাদের সঙ্গে তালেবানদের সঙ্গেও প্রায় সময় সংঘর্ষ ঘটে।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনা শুরু হওয়ার পর থেকে তালেবান যুক্তরাষ্ট্র কিংবা বিদেশি সেনাদের ওপর হামলা চালানো বন্ধ করেছে। তবে আফগান সেনা সদস্য ও নিরাপত্তা রক্ষীদের ওপর হামলা এখনো অব্যাহত রেখেছে তারা।