শেয়ারবাজার আস্থাশীল-গতিশীল হয়েছে: ডিএসই চেয়ারম্যান

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৫:০৯

অনেক উত্থান পতনের পর শেয়ারবাজার আজ আস্থাশীল ও গতিশীল বাজারে পরিণত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান।
সোমবার রাতে ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) তিনি এ কথা জানান।

ডিএসই’র চেয়ারম্যান বলেন, অনেক উত্থান পতনের পর শেয়ারবাজার আজ আস্থাশীল ও গতিশীল বাজারে পরিণত হয়েছে। এ গতিশীলতার পেছনে বর্তমান সরকারের শেয়ারবাজার বিষয়ক নীতি সহায়তা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ইতিবাচক ভূমিকা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুদূরপ্রসারী পরিকল্পনা, স্টক এক্সচেঞ্জের নিরলস প্রচেষ্টা, বাজার সংশ্লিষ্ট সবপক্ষের একাগ্রতা ও নিষ্ঠা এবং বিনিয়োগকারীদের ধৈর্য ও প্রজ্ঞা রয়েছে। ফলে ডিএসইর লেনদেন এক হাজার পাঁচশ কোটি টাকা অতিক্রম করেছে।

তিনি আরো বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন বাংলাদেশের সার্বিক অর্থনীতির চিত্র ও পরিবেশ বিনিয়োগ বান্ধব। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে। দেশের বর্তমান অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শেয়ারবাজারের স্থিতিশীলতা বজায় থাকলে অদূর ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের পরিমাণ অনেক বাড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ফের শেয়ারবাজারে বড় দরপতন

জাগো নিউজ ২৪ | ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
৮ মাস, ৩ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us