পদ্মার দুর্গম চরের ১২ গ্রামে জ্বলল বিদ্যুতের আলো

প্রথম আলো প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ১৫:০১

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটা ইউনিয়নের ১২টি গ্রামে জ্বলল বিদ্যুতের আলো। পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সাংসদ এ কে এম এনামুল হক শামীম আজ মঙ্গলবার দুপুরে কাচিকাটা, চরজিংকিং ও বোরকাঠি বাজারে লাইট জ্বালিয়ে ১ হাজার ৬৮ পরিবারের বিদ্যুতের সংযোগ দেওয়ার কাজের উদ্বোধন করেন। পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে চরে বিদ্যুতের লাইন নেওয়া হয়েছে।

মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুর জেলার ওপর দিয়ে পদ্মা নদী প্রবাহিত হয়েছে। পদ্মা নদী ভেদরগঞ্জের কাচিকাটা, নড়িয়ার চরআত্রা, নওপারা ও জাজিরার কুন্ডেরচর ইউনিয়নকে বিচ্ছিন্ন করেছে। ওই চার ইউনিয়নের ৭৯টি গ্রামে অন্তত এক লাখ মানুষের বসবাস। চরগুলোতে নৌপথে যাতায়াত করতে হয়। চরগুলোতে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন স্থানীয় সাংসদ ও পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম। কিন্তু শরীয়তপুর থেকে পদ্মা নদী পেরিয়ে চরে বিদ্যুৎ দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন মুন্সিগঞ্জ থেকে পদ্মার তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের সাহায্যে বিদ্যুৎ আনার সিদ্ধান্ত হয়। গত বছরের ফেব্রুয়ারিতে চরে বিদ্যুৎ নেওয়ার কাজ শুরু হয়। গত ১৫ ফেব্রুয়ারি নড়িয়ার চরআত্রা ও নওপারা ইউনিয়নে প্রথম বিদ্যুতের সংযোগ দেওয়া শুরু হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us