‘লভ জিহাদ’ বিতর্কে অমর্ত্য সেনকে বেঁধায় আরএএস এবং বিজেপি-কে আক্রমণ করলেন তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ ‘লভ জিহাদ’ নিয়ে অমর্ত্যের মন্তব্যের সমালোচনা করেন। দিলীপের সেই মন্তব্যেরই কড়া সমালোচনা করলেন মহুয়া। তাঁর টুইট, ‘কে কাকে বিয়ে করবে, কাকে ভালবাসবে, তা নিয়ে কথা বলার অধিকার অসুস্থ, বিকৃতমনস্ক আরএসএস গুণ্ডাদের কে দিয়েছে? এই সব নিয়ে আলোচনার উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ভোটে জিততে চায়? পারলে উন্নয়ন নিয়ে কথা বলুন হাফ প্যান্ট পরা, হাফ বুদ্ধিহীন ধর্মান্ধরা’।
‘লভ জিহাদ’ নিয়ে সোমবারই একটি সাক্ষাৎকারে ধর্মান্তরণ বিরোধী আইনের কড়া সমালোচনা করেছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। অমর্ত্যর প্রতিক্রিয়ার জবাবে মঙ্গলরবার প্রাতঃভ্রমণে গিয়ে দিলীপ বলেন, ‘‘উনি তিনবার তিন ধর্মে বিয়ে করেছেন। ওঁর বলার নৈতিক অধিকার নেই। যিনি দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, দেশের মানুষের দুঃখে-কষ্টে নেই, তাঁর কোনও নীতিকথা শুনতে আমরা প্রস্তুত নই।’