চাঁদপুরে ৬ হাজার কোটি টাকা ব্যয়ে বিশ্বমানের পর্যটনকেন্দ্র
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০, ০৯:৫৭
চাঁদপুরের মেঘনার চরে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটি হাতে নিয়েছে জাপান-বাংলাদেশের যৌথ উদ্যোক্তা প্রতিষ্ঠান ব্লু রিভার আইল্যান্ড রিসোর্ট অ্যান্ড ট্যুরিজম ক্লাব লিমিটেড।
এই প্রকল্পের জন্য জায়গার প্রয়োজন হবে ৬০০ একর। এটি বাস্তবায়নে ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা। আর এর জন্যে উপযুক্ত জায়গা হিসেবে বেছে নেয়া হয়েছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ও বিষ্ণুপুর ইউনিয়ন মৌজার দাসাদী সংলগ্ন মেঘনা নদীর তিনটি চরকে।