কাপড় নিয়ে খেলা করতে পছন্দ করেন বিশ্বনন্দিত ফ্যাশন ডিজাইনার গ্রেস মুন। তাঁর সৃষ্টিপ্রেরণার মূলেই কাপড়। সেখানে প্যাটার্ন আর রঙের মাধুর্যে পোশাক অবয়ব পায়। ধারাবাহিকভাবে করা তাঁর সংগ্রহে সেটা স্পষ্ট। এবার ঢাকাও থাকল সাক্ষী। বাড়তি পাওনা হলো ঐতিহ্যের প্রতি তাঁর অনুরাগের অন্যতর রূপদর্শন।
কারণ, ২৭ ডিসেম্বরে হোটেল আমারির বলরুমে অনুষ্ঠিত ফ্যাশন শো ‘ফ্রোজেন ইন টাইম’-এ কোরিয়ান-আমেরিকান ফ্যাশন ডিজাইনার মুন কেবল তাঁর দেশের ঐতিহ্যবাহী পোশাক হ্যানবক নয়, বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক পাঞ্জাবিকেও নতুন আঙ্গিকে উপস্থাপন করেছেন।