দেশের উত্তরাঞ্চল, উত্তর পশ্চিমাঞ্চলে, মধ্যাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়ছে শৈত্যপ্রবাহ। এটি আরও বিস্তার লাভ করে আশেপাশের এলাকাগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। সোমবার (২৮ ডিসেম্বর) দেশের ১২ জেলার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই শৈত্যপ্রবাহ।
দিনাজপুর, রাজশাহী, কুড়িগ্রাম, পঞ্চগড়, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল, গোপালগঞ্জ ও শ্রীমঙ্গলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও অব্যাহত থাকতে পারে। এছাড়া আরও ১১ জেলার তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই অবস্থান করছে।