পেশায় নাপিত এক যুবককে বিয়ে করেছেন চিকিৎসক এক নারী। আইনি প্রক্রিয়ায় আগের স্বামীকে ছেড়ে দিয়েছেন তিনি। নতুন সংসারে ‘সুখেই’ ছিলেন। তবে গণ্ডগোল বেধেছে এই নারীর বাবার করা এক মামলা নিয়ে। গ্রেপ্তার হতে হয়েছে তার স্বামীকে।
পেশার দেয়ালে বেধেছে বিপত্তি। সংসারের বদলে তাকে থাকতে হচ্ছে কারাগারে। ভালোবেসে বিয়ে করা রংপুর নগরীর সেনপাড়ার বাসিন্দা ওই নারী একজন গাইনী চিকিৎসক। ২১ মাস ধরে ঢাকার মোহাম্মদপুরে চাঁন মিয়া হাউজিংয়ে স্বামী ও এক শিশু সন্তান নিয়ে বসবাস করছিলেন তিনি।