চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে ছুরি হামলায় অন্তত সাতজন নিহত ও আরো সাতজন আহত হয়েছে। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে। লিয়াওনিং প্রদেশের কাইয়ুয়ান শহরের এ হামলার ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। এদিন সকাল ৮টার দিকে একটি রেস্তোরাঁর সামনে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, চীনা আইনে আগ্নেয়াস্ত্রের বিক্রি ও নিজের কাছে রাখাকে নিষিদ্ধ। কিন্তু প্রায়ই ছুরি বা বাড়িতে তৈরি বিস্ফোরক দিয়ে হামলা চালানো হয় বিভিন্ন অঞ্চলে। অতীতে একই ধরনের হামলাকারীদের মানসিকভাবে অসুস্থ বা সহিংসতা বলে বর্ণনা করা হয়েছে।